জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ডিমের দাম বেশি রাখায় গোপালগঞ্জে এক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমাণা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এছাড়া আরও দুটি ডিমের দোকানকে বেশি দামে ডিম বিক্রি করার অপরাধে ৬ হাজার টাকা জরিমাণা করা হয়।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে শহরের বড়বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
শামীম হাসান জানান, বাজার নিয়ন্ত্রণ রাখতে ও ভোক্তাদের স্বার্থে জেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের বড়বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৪৫ টাকার ডিম ৫০ বিক্রি করা হয়। বেশি দামে বিক্রির অপরাধে সনজিৎ সিকদারকে ২ হাজার টাকা জরিমানা করা। এছাড়া আরও দুটি দোকানকে ৬ হাজার টাকা জরিমাণা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় ক্যাব গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।