জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রাম থেকে ৪০টি ভিজিডি কার্ডের ৪০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোর রাতে গ্রামবাসী ওই চাল উদ্ধার করে। এ সময় আনোয়ারা খাতুন নামের এক নারীকে আটক করে পুলিশে দেয় জনতা। ৪০টি কার্ড চেয়ারম্যান আশাদুল হক মিকা ওই গ্রামের তুফান আলীর মাধ্যমে তার কাছে পাঠিয়েছেন বলে দাবি আনোয়ারা খাতুনের।
জানা যায়, রবিবার ভোর রাতে স্থানীয় বাসিন্দারা পারকুলা গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে ভিজিডির চাল চুরি করে রাখা হয়েছে বলে দাবি করেন। এক পর্যায়ে গ্রামবাসী ওই বাড়ির ভেতরে প্রবেশ করে ঘর থেকে ৪০০ কেজি চাল উদ্ধার করে। একই সময় তারা ওই ভিজিডির চাল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুনকে পুলিশের হাতে তুলে দেন।