,

৩০ টাকায় মিলছে না আলু

বিডিনিউজ ১০ ডটকম: রাজধানীর পাইকারি বাজারে সরকার নির্ধারিত দরে মিলছে না আলু। গতকালের চেয়ে কেজিতে এক দুই টাকা কমলেও এখনও অনেক বেশি দাম নেয়া হচ্ছে। সরকার আলুর দাম হিমাগারে ২৩, পাইকারিতে ২৫ এবং খুচরা কেজিতে ৩০ টাকা কেজি নির্ধারণ করেছে।

তবে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে রাজশাহীর আলু ৪৫ টাকা, বিক্রমপুরের আলু ৪০ টাকা ও লাল আলু ৪২ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পাইকাররা বলছেন, গত কয়েকদিনের চেয়ে দুই তিন টাকা কম দরে বিক্রি হচ্ছে আলু। হঠাৎ বাজার নিয়ন্ত্রণ শুরু করায় লোকসানে আলু বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ তাদের। আলুর দাম নিয়ন্ত্রণে বাজারে নয়, হিমাগারে অভিযান চালানো উচিৎ বলে মনে করেন পাইকাররা।

এই বিভাগের আরও খবর