,

২৯ নভেম্বরই হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন: রেলমন্ত্রী

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা। আগামী ২০২৫ সালের মধ্যে এ সেতু নির্মাণের কাজ শেষ হবে। ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে।

রেলমন্ত্রী বুধবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় এ রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। এ ছাড়া জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেললাইনের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, পিডি কামারুল আহসাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর