,

১ যুগ পর ঢাকার ছবিতে কুমার শানু, নাচলেন বাপ্পি-অপু

বিনোদন প্রতিবেদক: ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ এমন কথার গানটির শুটিংয়ের ক্যামেরা ক্লোজ হলো দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। আর এই গানের মাধ্যমেই দীর্ঘ ১২ বছর পর ঢাকার ছবিতে গান গাইলেন ভারতের কুমার শানু। কলকাতার শ্রী প্রিতমের সুর ও সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।

গত সোমবার ঢাকার ৩০০ ফিট ও সেখানের লা রিভারিয়া রিসোর্টে গানটির শুটিং করলেন ছবিটির প্রধান দুই চরিত্র বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। গানটির কোরিওগ্রাফি করেন নৃত্য পরিচালক মাসুম বাবুল।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং আগেই শেষ। ডাবিংয়ের কাজও শেষ। বাকি ছিলো এই গানটির শুটিং। অবশেষে এ গানটির দৃশ্যধারণের মধ্য দিয়ে ছবির শুটিং পুরোপুরি শেষ হলো বলে জানান পরিচালক দেবাশীষ বিশ্বাস। চলতি মাসের শেষের দিকে ছবিটি সেন্সরের জন্য জমা দেয়া হবে। এরপর ছাড়পত্র পাওয়ার পরই চূড়ান্ত করা হবে মুক্তির তারিখ।

গত বছরের ১৩ মে মহরতের মধ্য দিয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং শুরু হয়। ১৭ বছর আগে নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা তৈরি করেছিলেন। ২০০১ সালের ওই ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনূর। তবে এটি আগের ছবির সিক্যুয়াল নয় বলে জানালেন দেবাশীষ বিশ্বাস। বললেন, ‘এটা কোনো সিক্যুয়াল না, রিমেক না, এমনকি পুনর্নির্মাণও না। এবারের ছবির সঙ্গে আগের ছবির গল্পে বিন্দুমাত্র মিল খুঁজে পাবেন না দর্শক। আমি যে একবিন্দুও বাড়িয়ে বলছি না, তা এবার ছবি দেখলে দর্শকেরা বুঝতেন পারবেন।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এ এবার আছেন বাপ্পি ও অপু বিশ্বাস। ছবিটির মাধ্যমে প্রথম বড় পর্দা জুটি হচ্ছেন তারা।

ছবিটি নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, দারুন একটি গল্পের ছবি। ডাবিংয়ের সময় ছবিটি দেখে আমিই হাসি ধরে রাখতে পারিনি। এমন গল্পের ছবি খুব একটা হচ্ছে না আজকাল। ছবিটির গানগুলোও দারুন হয়েছে। দেবাশীষ দা ভালো বানিয়েছেন। আশা করি ছবিটি দেখে দর্শকরা আনন্দ পাবেন।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অপুর চরিত্রের নাম ঈশানা আর বাপ্পীর নাম আবীর। দেবাশীষ জানান, ‘আমরা ছবিতে দেখব ঈশানা মা-বাবার আদরের মেয়ে। জেদি এবং একরোখা। অন্যদিকে আবীর একটি তেলের দোকানদার। ভীষণ চতুর আর ফাপরবাজ। ছবিটি টুটাল কমিডি ছবি। দর্শক যতক্ষণ দেখবেন তাদের হাসতে হবে। বাংলাদেশের সব কমিডি অভিনেতারা এই ছবিতে আছেন।

কবে মুক্তি পাবে ছবিটি এমন প্রশ্নের উত্তরে দেবাশীষ বলেন, ‘আমার কাজ আসলে ছবি নির্মাণ করা। বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে। ভালো কোনো একটি দিবসে ছবিটি মুক্তি পেতে পারে।’

বাপ্পী-অপু ছাড়া ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠুসহ অনেকে।

এই বিভাগের আরও খবর