,

১৭টি যানবাহন নিয়ে পদ্মায় ডুবে গেছে ফেরি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ১৭টি যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি শাহ আমানত।
আজ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফেরিটি সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি পৌঁছালে কাত হয়ে যায়। এসময় ফেরিটিতে থাকা পণ্যবাহী ট্রাকসহ ১৭টি যানবাহন নদীতে পড়ে যায়।

ঘটনার পর পরেই উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসন। উদ্ধার অভিযান যোগ দিয়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা।  মুন্সিগঞ্জ থেকে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এ ঘটনায় এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিটি কাত হয়ে হেলে পড়েছে, ডুবে যায়নি।

এই বিভাগের আরও খবর