,

১১ ঘণ্টা পর ২ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পদ্মার মাঝ নদীতে ২টি ফেরি আটকে ছিলে। এর আগে বুধবার রাত সাড়ে ৯টা থেকে এই রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেজ নেওয়াজ জানান, বুধবার রাত সাড়ে ৯টা থেকে ঘন কুয়াশার প্রকোপ এতটাই বেশি ছিল যে কাছের নিকটতম বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি বন্ধ রাখা হয়।

এই বিভাগের আরও খবর