,

হিমাংশুপতি ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুরের বাবা ও শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী হিমাংশুপতি ঠাকুর (৮১) পরলোকগমন করেছেন।

রোববার বেলা পৌনে ১১ টায় দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। সোমবার বিকালে উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য মতুয়া ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ মতুয়া মহাসংঘ, কাশিয়ানী উপজেলা পরিষদ ও প্রশাসন, প্রেসক্লাব, স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, হিমাংশুপতি ঠাকুর শেষকৃত্যে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মতুয়া ভক্ত নারী-পুরুষেরা ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ছুটে আসেন।

এই বিভাগের আরও খবর