,

হাতে মেহেদি বিড়ম্বনা : অবশেষে ভোট দিলেন সেই নারী

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ: জেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের শিবালয়ে হাতে মেহেদি থাকায় ইভিএম ভোট দিতে পারেছিলেন না সেলিনা আক্তার শিরিন নামের এক নারী ভোটার।

দুপুর ২টার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ওই নারী ভোটার কেন্দ্রের ভেতরে অবস্থান করায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ করেনি কর্তৃপক্ষ।

পরে বেলা ৩টার দিকে বিশেষ পদ্ধতিতে তার ভোট নেয় সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান।

সোমবার (১৭ অক্টোবর) শিবালয় উপজেলার হলরুমের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সেলিনা শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

সেলিনা আক্তার বলেন, ‘আমার এক হাতে আঙুলের ছাপ মেশিনে নেয়। অন্য আঙুলে মেহেদি থাকায় ছাপ নেয়নি। পরে এক হাতের ছাপেই ভোট দিয়েছি। ভোট দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। ’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করার কথা। কিন্তু নারী ভোটার কেন্দ্রের ভেতর থাকায় নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পরে নিবার্চন কমিশনের একটি কোডের মাধ্যমে তার এক হাতের আঙুলের ছাপে ভোট নেওয়া হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন পেয়েছেন ৬২, চশমা প্রতীক নিয়ে কে এম বজলুল হক রিপন পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সদস্য পদে আব্দুল কুদ্দুস ৪৭ ভোট, ফারুক পেয়েছেন ৪৫ ভোট। উপজেলায় মোট ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই বিভাগের আরও খবর