,

হাটহাজারীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রাম প্রতিনিধি: হাটহাজারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় হাটহাজারী উপজেলা বিএনপি’র সংগঠনের আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ব্যরিষ্টার মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এমন এক দুঃসময়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি। যেই মুহুর্তে আমাদের দলের চেয়ারপারসন, দেশের ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে বন্ধি করে রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে বিদেশে অবস্থান করছে। আজ দেশে ন্যায় বিচার না থাকায় গুম, খুন, হত্যা, ধর্ষণ বেড়েই চলছে। দেশের মানুষ গণতান্ত্রিকতা ফিরেয়ে আনবে, দেশ মাতাকে মুক্তি করে সরকারের গঠনে ঐক্যবদ্ধ হতে হবে। এই হাটহাজারী থেকে ঘোষণা করলাম এবং আমরা ওয়াদাবদ্ধ হলাম, দ্রুত সময়ের মধ্যে দেশনেত্রীকে মুক্তি করে আনব এবং দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করব ইনশাল্লাহ্। আগামী বছর প্রতিষ্ঠাবার্ষিকী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাথে নিয়ে এই দেশের মাঠিতে পালন করব। তাই আপনারা প্রস্তুতি নেন দূর্বার আন্দোলনের এবং এই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার।

এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ডা. রফিকুল আলম, চট্রগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক নেতা ওহিদুল আলম, হাসান মাষ্টার, মির্জা সাহেদ।

এতে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি গিয়াস উদ্দীন চেয়ারম্যান, চট্রগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্মসম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, চট্রগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক আকবর আলী, বিএনপি নেতা ওসমান গণি, উত্তর মাদার্শা বিএনপি সভাপতি নুরুল আলম মফিজ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, পাহাড়তলী বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাজান মঞ্জু, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি শাহাদাত খোন্দকার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক তকিবুল হাসান তকি, হাটহাজারী উপজেলা বিএনপি নেতা আবু সাইদ চৌধুরী, মোহাম্মদ মঈনুদ্দিন, হাটহীজারী যুবদল নেতা এমদাদ মির্জাসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বিভিন্ন শাখার নেতাকর্মীরা দলে দলে আলোচনা সভায় যোগদান করেন।

এই বিভাগের আরও খবর