,

হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে আ.লীগের শান্তি সমাবেশ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, হত্যাকান্ড নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে গোয়ালন্দ পৌর বাসস্ট্যান্ড থেকে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে পৌর জামতলা পর্যন্ত প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহসভাপতি মো. গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক মো. হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় প্রমুখ।

-শরিফুল ইসলাম বাচ্চু

এই বিভাগের আরও খবর