জেলা প্রতিনিধি, ফরিদপুর: গত ৫ আগস্ট সরকারপতনের দিন ফরিদপুরে বাসচালক শামসু মোল্যা (৬২) হত্যা মামলায় আলফাডাঙ্গা উপজেলার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ও বুড়াইচ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিল কুমার বিশ্বাস। এরআগে শনিবার গভীররাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিকেল ৫টা দিকে একদল মানুষ ফরিদপুর কোতোয়ালী থানা ঘেরাও করতে যায়। এ সময় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় থানা ঘেরাও করতে যাওয়া ব্যক্তিদের। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় গুলিতে নিহত হন পথচারী শামসু মোল্যা। পরে ২১ আগস্ট নিহত শামসু মোল্লার স্ত্রী মেঘলা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলাটি করেন। এ মামলার এজাহারে আসামি হিসেবে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়ে। এই মামলায় কোতোয়ালি থানা পুলিশ জেলার আলফাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও অনিল কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হিরামন বিশ্বাস জানান, মামলার এজাহারে তাদের নাম উল্লেখ না থাকলেও তদন্তকালে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, কোতোয়ালি থানা পুলিশ আলফাডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করার জন্য আসেন। পরে আলফাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।