,

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হোসেনের নামে অপপ্রচার ও স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও কর্মসূচির সাথে জামায়াতে ইসলামী, বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও ছাত্র সমাজের কোন ধরণের সম্পৃক্ততা নেই। এসব অপপ্রচার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেউ যদি অতি উৎসাহী হয়ে কর্মসূচি পালন করে বা দেশের সম্পদ নষ্ট করার চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করবো। এমনকি তাদের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা যুব জামায়াতে ইসলামীর সভাপতি মনিরুজ্জামান, ফরিদপুর জেলা ছাত্র শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান, ছাত্র সমাজের নেতা মোহাম্মদ রইস উদ্দিনসহ অনেকে।

-কবির হোসেন

এই বিভাগের আরও খবর