-
- চট্টগ্রাম, দেশজুড়ে
- স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা: প্রবাসীর নামে মামলা
স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা: প্রবাসীর নামে মামলা
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় March, 2, 2022, 9:47 am
জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসীর নামে মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় মামলা করেন।
অভিযুক্ত প্রবাসী আবু তাহের সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি সৌদি আরব ছিলেন। মাস দেড়েক আগে দেশে ফেরেন।
এ তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন।
এজাহারের বরাতে তিনি জানান, মেয়েটির মা-বাবা ২১ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে যান। পরিবারের অনুপস্থিতিতে প্রতিবেশী প্রবাসী আবু তাহের ঘরে ঢুকে ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি চিৎকার করলে অন্যরা এগিয়ে আসে। তখন ওই প্রবাসী পালিয়ে যান।
এ ঘটনার বিচার চেয়ে সমাজপতিদের কাছে একাধিকবার ধরনা দিলেও প্রতিকার পায়নি পরিবার। পরে বাবা মামলা করেন।
আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
এই বিভাগের আরও খবর