বিডিনিউজ ১০, ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সৌদি আরবের মদিনায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী।
অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামে এক মদিনা প্রবাসী ব্যবসায়ী। তাদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।