,

সোমবার সারাদেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের ফাইল ছবি

বিডিনিউজ ১০ রিপোর্টভারতের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি এবং সীমান্তে র‌্যাবের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার দেশের প্রতিটি জেলায় এ কর্মসূচি পালিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, পূর্বের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান না করে ভারতের সঙ্গে নতুন সাতটি চুক্তি করে বর্তমান সরকার জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছে। অবিলম্বে এসব চুক্তি বাতিল করতে হবে।

তিনি বলেন, তিস্তা সমস্যার সমাধান করতে হবে। ফারাক্কা সমস্যার সমাধান না করে ফেনী নদীর পানি কোনভাবেই ভারতকে দেয়া যাবে না। র‌্যাবের তিনজন সদস্যকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে বাংলাদেশকে ও দেশের পতাকাকে অবমাননা করেছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কোনভাবেই সহ্য করার মত নয়।

এই বিভাগের আরও খবর