কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বড়পীর মরহুম সৈয়দ ফজলুল করিমের ‘জীবনী ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ইসলামী যুব আন্দোলনের আয়োজনে বরাশুর মাদ্রাসা প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কাশিয়ানী উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ করিমুল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাসলিম হুসাইন, পোনা আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু মুসা, ভাটিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আমিনুল ইসলাম, চাপ্তা মাদ্রাসার মুহতামিম হাফেজ আনিসুর রহমান, মালা মাদ্রাসার মুহতামিম হাফেজ মিজানুর রহমান, লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, কাশিয়ানী ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল মান্নান খাকী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল মৃধা, গোপালগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি নুর ইসলাম শেখ লেলিনসহ ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।