,

সুবাহকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক

বিনোদন ডেস্ক: নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে সুবাহ শাহ হুমায়রার। রোববার (২০ ফেব্রুয়ারি) সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির জন্য প্রস্তুত শিপন মিত্র ও সুবাহ শাহ হুমায়রার এ ছবি।

‘বসন্ত বিকেল’ হুমায়রাদের ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কিন্তু ফেসবুক আজ এই নায়িকাকে ‘মেরে’ ফেলেছে।

এ বিষয়ে সুবাহ শাহ হুমায়রা বলেন, ‘সাইবার ইউনিটে আমি অভিযোগ দিয়েছি। বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। ছবি মুক্তির উত্তেজনায় ফেসবুকের এ ঘটনা তাকে খুব বেশি বিচলিত করেনি।

‘বসন্ত বিকেল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। তারপর মহামারি করোনার কারণে দীর্ঘদিন শুটিংসহ সব রকম কার্যক্রম বন্ধ ছিল। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার শুটিং শুরু করেন পরিচালক। অবশেষে ছবি শেষ করে জমা দেওয়া হল সেন্সর ছাড়পত্রের জন্য। আনকাট ছাড়পত্রও পেল ছবিটি।

পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে বিশ্ববিদ্যালয়পড়ুয়া যুবক ও যুবতীর প্রেমের গল্প নিয়ে ‘বসন্ত বিকেল’ ছবিটি। শিপন, সুবহা ছাড়াও এতে অভিনয় করেছেন একঝাঁক চেনা মুখ।

এই বিভাগের আরও খবর