,

সিরাজদিখানে জাল নোটসহ দুই নারী আটক

সিরাজদিখান প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাল টাকাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রশুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মোবারক হোসেনের মেয়ে খুশবা বেগম (২৬) ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের মনির হোসেনের মেয়ে সীমা বেগম (২০)।

সিরাজদিখান থানার এসআই হাফিজুর রহমান দৈনিক অধিকারকে জানান, খুশবা ও সীমা নামে ওই দুই নারী দুপুরে সিরাজদিখান যাওয়ার উদ্দেশ্যে উপজেলার নিমতলা এলাকা থেকে ‘সিরাজদিখান পরিবহন’ বাসে ওঠে। পরে বাসের কনট্রাক্টর তাদের কাছে ভাড়া চাইলে ওই দুইজন প্রথমে একটি এক হাজার টাকার নোট দেয়। এ সময় কনট্রাক্টর নোটটি জাল বলে ফেরত দেয়।

পরবর্তীকালে তারা আরও একটি জাল এক হাজার টাকার নোট দিলে কনট্রাক্টর থানায় খবর দেয়। একপর্যায়ে খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ রশুনিয়া এলাকা থেকে জাল নোটসহ ওই দুই নারীকে আটক করে। এ সময় নারী পুলিশ সদস্য দিয়ে তাদের দেহ তল্লাশি করা হলে মোট ছয়টি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর