বিডিনিউজ ১০ ডেস্ক: কয়েক দিনের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে সারাদেশে হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে কর্মকর্তারা বলছেন, সেই সাথে কমতে পারে তাপমাত্রা।
ভাদ্র মাসের শুরু থেকেই দাবদাহ ক্রমশ: তীব্র হওয়ায় অস্বস্থিতে পড়ে সাধারন মানুষ। ভোগান্তি বাড়ে কর্মজীবী মানুষের। আপস…
শুক্রবার ভোরে দেশের নানা জায়গায় বৃষ্টি হলেও ভ্যপসা গরম খুব একটা কমেনি। তবে আহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা দিয়েছেন সুখবর। কাল-পরশু বৃষ্টির কথা বলছে তারা।
আগামী দুই-তিন বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।
আবহাওয়া অফিসের তথ্য, বরাবরের মতো এবছরও পুরো ভাদ্রমাস জুড়ে থাকতে পারে দাবদাহ। এটা কখনো বাড়বে, আবার কখনো কমবে। ভ্যাপসা গরম লাগার কারণও জানায় তারা
আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন আরো বলেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম বেশি লাগছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ মাসের শেষের দিকে বৃষ্টিপাত কমে আসবে। আর এ কারণে বাড়তে পারে তাপমাত্রা।