,

সারাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বিডিনিউজ ১০ ডটকম, পটুয়াখালী: সারাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেনছে, আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এর ফলে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে। দেশের মানুষ আর কষ্ট করবে না। তাদের জীবনমানের উন্নয়ন হবে

শনিবার (২৭ অক্টোবর) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আধুনিক সুবিধা সম্পলিতস্বপ্নের ঠিকানা দলিল চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, আমরা এই এলাকায় এলএনজি টার্মিনাল করে দেব। যাতে এলএনজি শিল্পখাতসহ অন্যান্য খাতে ব্যবহার করা হয়। এছাড়া দক্ষিণাঞ্চলে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও আমরা নেব

আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। উন্নয়নের কারণে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত যেন না হয়, গৃহহীন না হয়ে পড়ে সেদিকে আমরা লক্ষ্য রেখেছি, যোগ করেন প্রধানমন্ত্রী

স্বপ্নের ঠিকানার উদ্বোধন উপলক্ষে প্রধামন্ত্রী বলেন, এই এলাকায় ১৩০টি পরিবারের জন্য আমরা ঘর তৈরি করে দিয়েছি। এই পরিবারগুলোতে ক্ষতিপূরণ দিয়েছি তো বটেই, ঘরও তৈরি করেছি। যাতে তারা পরিবারপরিজন নিয়ে বসবাস করতে পারে

শেখ হাসিনা বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চ। ২০২০২১ কে আমরা মুজিববর্ষ ঘোষণা দিয়েছি। এই সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ দারিদ্র্যমুক্ত হবে

তিনি বলেন, প্রত্যেকটি এলাকায় আমরা ইন্টারনেট সার্ভিস এনে দিয়েছি। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। কৃষি, তথ্যপ্রযুক্তি সবক্ষেত্রে আমরা স্যাটেলাইট ব্যবহার করতে পারব

প্রধানমন্ত্রী আরো বলেন, আমি চাই প্রকল্পগুলোর যেন ভালোভাবে ব্যবহার করা হয়। আমরা গুচ্ছগ্রাম, আশ্রয়ন প্রকল্প নির্মাণ করছি, গৃহায়ন তহবিল থেকে অর্থবরাদ্দ দিচ্ছি। পটুয়াখালী এলাকায় আসতে আগে কোনো ব্রিজ ছিল না। এখন এলাকার সবগুলো ব্রিজই বলতে গেলে আমাদের করা। অভ্যন্তরীণ নৌপথগুলো যেন সচল হয়, ড্রেজিং করে আমরা সে ব্যবস্থা করে দিচ্ছি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা

এই বিভাগের আরও খবর