,

সরিষাবাড়ী থেকে অপহরণ, কাশিয়ানী ও ধনবাড়ী থেকে উদ্ধার

ফাইল ফটো

পুলিশ আরও জানায়, গতকাল শনিবার পৌরসভার এক মাদ্রাসার ছাত্রী (১৫) বাড়ি থেকে পাশের দোকানে কিছু জিনিস কিনতে যায়। এ সময় ফুলদহ গ্রামের মাহফুজুর রহমান (২৩) তাঁর বন্ধুদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা গতকাল রাতে মাহফুজুরকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই ছাত্রীকে রোববার ভোরে ধনবাড়ী থানার বাদুড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাহফুজুরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাজিদ বলেন, অপহৃত ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর