,

সরকার শিক্ষার্থীদের ঋণ দেবে বিনা সুদে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকশিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেয়ার কথা ভাবছে সরকার। যাতে অর্থাভাবে কোনও শিক্ষার্থীর লেখাপড়া বাধাগ্রস্ত না হয়। এমনভাবে গুণগত শিক্ষা বিস্তারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সরকার নানামুখী চিন্তা-ভাবনা করছে বলে জানান তিনি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) নরসিংদীর মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে শিক্ষক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে সরকারের নানা কল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এ সরকার শিক্ষা বান্ধব সরকার।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান আকন্দ, জেলা শিক্ষা অফিসার গৌতমচন্দ্র মিত্রসহ অনেকে।

এই বিভাগের আরও খবর