নিজস্ব প্রতিবেদক: জীবন জীবিকার কথা বিবেচনায় সব কিছু ধীরে ধীরে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া ৪ মে বসুন্ধরা কনভেনশনের আইসোলেশন সেন্টার ও মহাখালীতে উত্তর সিটি মার্কেটের আইসোলেশন সেন্টার চালু করা হবে বলেও তিনি জানিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) বসুন্ধরা কনভেনশন সেন্টারের করোনা রোগীদের চিকিৎসায় নির্মিত বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী। এই হাসপাতালে প্রাথমিকভাবে ২ হাজার ১৩ বেড প্রস্তুত করা হয়েছে।
এসব বেডে করোনা শনাক্তদের মধ্যে যাদের আইসোলেশন দরকার তাদের রাখা হবে। এছাড়া হাসপাতালের আইসিইউ বেড প্রস্তুতের কাজও অব্যাহত রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে নার্স ও চিকিৎসক পর্যাপ্ত নেই বলেই নতুন করে নিয়োগ দেয়া হচ্ছে।