গোপালগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে মেজবান অনুষ্ঠিত হচ্ছে। এ মেজবানে ৪০ হাজারেরও বেশি মানুষের খাবারের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষে মেজবানের খাওয়া-দাওয়ার আয়োজন শুরু করা হয়। টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৩০ হাজার মুসলিমের জন্য এবং পার্শ্ববর্তী বালিয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ১০ হাজার সনাতন ধর্মাবলম্বীর জন্য আয়োজন করা হয়। উভয় স্থানে বিশাল আকৃতির প্যান্ডেলে চলে খাওয়া-দাওয়া। এছাড়া বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্যাকেটে খাবার দেয়া হয়।
সরেজমিন দেখা যায়, সারি সারি ইটের চুলায় বড় বড় ডেকচিতে চলছে রান্না। চট্টগ্রাম থেকে প্রধান বাবুর্চি ও তার সহকারিরা এসে রান্নার কাজ চালিয়ে যাচ্ছেন। একই সাথে চলছে আগত মানুষকে খাওয়ানোর কাজ। আর আপ্যায়নের কাজে নিয়োজিত আছে চট্টগ্রাম থেকে আসা কয়েক’শ নেতা কর্মী। ফাউন্ডেশনের সেক্রেটারি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন এ মেজবানের তত্ত্বাবধানে রয়েছেন।
বাগেরহাটের মোল্লাহাটের জাহিদুর রহমান (৫৫) বলেন, ১৫ আগস্ট তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। আর চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর আয়োজন করা মেজবানে অংশ নেন। এখানে তিনি তৃপ্তির সাথে মেজবানের খাবার খেয়েছেন। প্রয়াত নেতার পরিবার এখনও মেজবান চালিয়ে যাওযায় তিনি তার পরিবারের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
তার মতো নড়াইলের কালিয়া উপজেলার সাহাবুদ্দিন শেখ (৫০), মাদারীপুরের রাজৈর উপজেলার করিম সরদারসহ (৪৫) অনেকের সাথে কথা হয়। তারা বলেন, এখানে যে মেজবানের আয়োজন করা হয় তার রান্না খুবই উন্নত ও সুস্বাদু। তাই তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মেজবানে খাওয়া দাওয়া করেন।
প্রসঙ্গত, টুঙ্গিপাড়ায় ২৬ বছর আগে আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। যা আজ জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। বিগত ২৬ বছর ধরে জাতীয় শোক দিবসে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন হতো চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে। মাথায় হুলিয়া নিয়ে আত্মগোপনে থাকা অবস্থায়ও ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাধ্যমতো সাধারণ মানুষের জন্য আপ্যায়নের আয়োজন করতেন প্রয়াত এ নেতা।