,

শুরুতেই ভোট দিলেন প্রধানমন্ত্রী

টেলিভিশন থেকে নেওয়া ছবি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচনের শুরুতেই নিজের ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) সকাল আটটায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।

১৯৮৬ সাল থেকে শেখ হাসিনা দেশের অন্য যেকোনো আসনের পাশাপাশি গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসনেও প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। অতীতে তিনি একাধিক আসন থেকে ভোটে অংশ নিলেও গত দুটি নির্বাচনে একটি মাত্র আসনে অংশ নিচ্ছেন। এবারও তিনি সেখানকারই প্রার্থী।

জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে প্রার্থী হতে হলে সেখানকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা নেই, দেশের যেকোনো আসনে ভোটার হলেই চলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ভোটার হওয়ায় তিনি সেখানেই ভোট দেন। এবারও ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।

 

এই বিভাগের আরও খবর