নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-জামালপুর-ঢাকা ও যশোর -ঢাকা- যশোর রুটে পণ্যবাহী ট্রেন চলবে।
চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ট্রেনটি ৪টায় ঢাকা পৌঁছাবে। আবার ঢাকা থেকে রাত ১০টায় ছাড়বে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে এ পার্সল এক্সপ্রেস ট্রেন।
পার্সেল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে সন্ধ্যা ৮টায় ছেড়ে ঢাকা আসবে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে।