,

শুক্রবার থেকে পণ্যবাহী ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদকসরকারি নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-জামালপুর-ঢাকা ও যশোর -ঢাকা- যশোর রুটে পণ্যবাহী ট্রেন চলবে।

রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা শফিকুল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন। যশোর রুটে সপ্তাহে ৩ দিন চলবে ট্রেন চলবে।

চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ট্রেনটি ৪টায় ঢাকা পৌঁছাবে। আবার ঢাকা থেকে রাত ১০টায় ছাড়বে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে এ পার্সল এক্সপ্রেস ট্রেন।

পার্সেল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে সন্ধ্যা ৮টায় ছেড়ে ঢাকা আসবে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে।

এই বিভাগের আরও খবর