,

‘শহীদ জাফর স্মরণে’ জাগরণী ক্লাবের শোক দিবস পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে শহীদ জাফর স্মরণে জাগরণী ক্লাবের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) গোপালপুর বাজারে শহীদ জাফর স্মরণে জাগরণী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাকের সার্বিক তত্ত্বাবধানে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক জনতা ব্যাংকের সাবেক সিবিএ নেতা বীরমুক্তিযোদ্ধা খান আজিজুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ মামুন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেনগোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, গোপালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, সাবেক ছাত্রলীগ নেতা খান শাহাবাদ আলী ও জাহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকর শহীদদের আত্মার মাগফিরাত কামরা করে বিশেষ দোয়া করা হয়।

এই বিভাগের আরও খবর