লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সেই সানিয়াজান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পদ স্থগিত করেছে হাতীবান্ধা উপজেলা যুবলীগ। তার বিরুদ্ধে সরকারি সোলার ও ঘর দেওয়ার কথা বলে গ্রামের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পেক্ষাপটে তার পদ স্থগিত করা হলো।
পদ স্থগিত করে দেওয়া চিঠিতে বলা হয়েছে, সানিয়াজান ইউনিয়ন যুবলীগের সধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বেশ কিছুদিন ধরে দলীয় নিয়মনীতি উপেক্ষা করে চলছেন। যা দলীয় নীতি-আদর্শের পরিপন্থির সামিল এবং জাতীয় ও স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ভূমিকা না থাকাসহ গতিবিধি ও কর্মকাণ্ড সংগঠনের অনুকূলে নয়। তিনি সরকারি ঘর ও সোলার দেওয়ার কথা বলে বেশ কিছু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন এবং নিজ এলাকায় চোরাকারবারির সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়াসহ দলের বিভিন্ন কার্যক্রম অবহেলা করার অপরাধে হাতীবান্ধা উপজেলা যুবলীগ তাকে দলীয় সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হামিদ সরকার হামিদুল জানান, সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত সানিয়াজান ইউনিয়ন যুবলীগের সধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সদস্য পদ স্থগিত করা হয়েছে। দলীয়ভাবে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত তার পদ স্থগিত থাকবে।
উল্লেখ্য, সানিয়াজান ইউনিয়ন যুবলীগের সধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রতারণা করে ২৭ জনের কাছ থেকে সরকারি সোলার ও ঘর দেওয়ার কথা বলে গ্রামের শ্রমিক শ্রেণির নারী ও পুরুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ অবস্থায় বছর পেরিয়ে যাওয়ার পরও সোলার ও ঘর না পেয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।