বিডিনিউজ ১০ ডটকম: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিকে দুঃথজনক উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এ অভিযোগ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।’
রোববার (১২ ডিসেম্বর) রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’
অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন প্রয়োজন পড়বে তখন নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে। তবে পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তা আমি জানি না।
উল্লেখ্য, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৩১ ডিসেম্বর থেকে অবসরে যাচ্ছেন।