,

রাস্তা থেকে করোনা রোগী উদ্ধার, হাসপাতালে ভর্তি করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: করোনার প্রথম ঢেউয়ের সময়েই আশঙ্কা করা হচ্ছিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাস্তায় রোগী পড়ে থাকবে। এবার সে দৃশ্যটাই দেখা গেল, রাস্তায় পড়ে থাকা এক করোনা রোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে রাজধানীর সবুজবাগ থানার পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। মুঠোফোনে থানায় সংবাদ আসে অসুস্থ এক ব্যক্তি মাদারটেক মাজার গলির রাস্তায় পড়ে আছেন। এ সংবাদ পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে অসুস্থ লোকটিকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রোগীর নাম মো. সিদ্দিক (৫৫)। লোকটির বাড়ি গাজীপুরের কালিগঞ্জে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুগদা হাসপাতালে ভর্তি করার পর সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে লোকটি করোনায় আক্রান্ত। পরে তারা রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানোর কথা বলেন। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরও খবর