,

রাবিতেও ভর্তির সুযোগ হলো না সেই বেলায়েতের

মঙ্গলবার রাতে ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, গ্রুপ-১-এ পরীক্ষা দিয়ে ১৭ দশমিক ৮৫ নম্বর পেয়েছেন বেলায়েত শেখ, যা মোট পাস নম্বরের অর্ধেকেরও কম।

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। তাই নির্ধারিত নম্বর না পাওয়ায় হতাশ হতে হয়েছে বেলায়েতকে। তবে পরীক্ষার পরই বেলায়েত জানিয়েছিলেন, অসুস্থ থাকার কারণে পরীক্ষা ভালো হয়নি তাঁর। সেটি বোঝা গেল ফলাফলেও।

বেলায়েত ১৯৮৩ সালে টাকার অভাবে এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারেননি। ১৯৮৮ সালে নিবন্ধন করলেও সারা দেশে বন্যার কারণে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। ১৯৮৮ সালেই বেলায়েত ফটোগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করেন। এখন তিনি ‘দৈনিক করতোয়া’ পত্রিকার গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি।

দুই ছেলে ও এক মেয়ের বাবা বেলায়েত ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে তাঁর ছোট ছেলের সঙ্গে এইচএসসি পরীক্ষায় পাস করেন।

এই বিভাগের আরও খবর