কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আঁধারে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করেছিলেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।
গত শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সকালে অভিযান চালিয়ে সেই ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত।
জয়নগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আইয়ুব আলী মোল্যা জানান, জয়নগর বাজারে সরকারি খাস জমি দখল করে রাতের আঁধারে সেখানে টিনের ঘর নির্মাণ করেছিলেন মুনিরুর রশিদ নামে এক ব্যক্তি। খবর পেয়ে সকালে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি। পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালকে জানান। সকালেই ইউএনও ফারজানা জান্নাতের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সরকারি জমিতে নির্মাণ করা ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, জয়নগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আইয়ুব আলী মোল্যা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।