মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে দলিল লেখকরা কর্মবিরতি পালন করছেন।
লিখিত অভিযোগে দলিল লেখকরা জানায়, দৃষ্টিকটু অসদাচরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও অতিরিক্ত টাকা ছাড়া দলিল সম্পাদন করে না। আইডি কার্ড বা পর্চায় সামান্য ক্রুটি থাকলেও প্রবল বাধার মুখে পড়তে হয়। তবে পেছনের দরজায় তার অফিসের লোকদের মাধ্যমে কথা বললে ওই কাজটিও সম্পাদন হয়ে যায়।
রাজৈর উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারি তোতা মিয়া জানান, এ সাব রেজিস্টারের বিভিন্ন অনিয়ম এবং অসদচারণের কারণে আমরা কলম বিরতি পালন করছি। উনি (সাব রেজিস্ট্রার) বদলি না হওয়া পর্যন্ত এ কলম বিরতি চলবে।
এ ব্যাপারে রাজৈর সাব রেজিস্ট্রার তনু রায় জানায়, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে গিয়ে আমি নিজেই চরম হয়রানির শিকার হচ্ছি। দলিল সম্পাদনে তাদের (দলিল লেখক) বিধি বহির্ভূত অন্যায় দাবি মানতে বাধ্য করতেই উল্টা অভিযোগ এনেছে। আমি এখানে যোগদান করার পর থেকেই দেখে আসছি দলিল লেখকরা ভুয়া জাতীয় পরিচয়পত্র, ভুয়া পর্চা তৈরি করে ও বিদেশি নাগরিকদের এদেশের নাগরিক বানিয়ে দলিল করতে বলে। আপনারাই (সাংবাদিক) বলুন এটা কি সম্ভব?