,

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজাবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুজাত আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার চরফরিদপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজাত আলী বহরপুরের গাংচর পদমদী গ্রামের আমেত আলীর ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

তিনি জানান, রোববার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। চরফরিদপুর মসজিদের কাছে ওই ট্রেনে কাটা পড়ে সুজাত আলীর মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, সুজাত কানে কম শুনতেন এবং বোবা ছিলেন। অন্যের জমিতে কাজ করার জন্য সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তার সঙ্গে আরও ৪-৫ জন লোক ছিলেন।

সবাই সাইকেলে চরফরিদপুর মসজিদ এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় অন্যরা পার হতে পারলেও গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে কাটা পড়েন সুজাত।

এই বিভাগের আরও খবর