,

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফাইল ফটো

বিডিনিউজ ১০ ডেস্করাজধানীর বাড্ডায় ও মিরপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। বুধবার মধ্য রাতে পৃথক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, বাড্ডার সাঁতারকুল পাঁচখোলা এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে, র‌্যাব এমন খবরে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ ঘটনায় মহারাজ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতে শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাব-৪ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নিহত হন।

র‌্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম জানান, মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর আসে। র‌্যাব অভিযানে গেলে তারা গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর