,

যুদ্ধ নয় মিয়ানমারকে চাপে রাখা হবে: ওবায়দুল কাদের

ফাইল ফটো

বিডিনিউজ ১০ রিপোর্টরোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে যুদ্ধ নয়, দেশটিকে আরো চাপে রাখার কৌশলে যাচ্ছে সরকার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিয়ানমারের পক্ষে শক্তিশালী রাষ্ট্র থাকায় এর সমাধান হচ্ছে না বলেও স্বীকার করেন তিনি।

সব প্রস্তুতি নেয়ার পরও বৃহস্পতিবার কক্সবাজার থেকে মিয়ানমারে ফিরে যায়নি ২৯৫ রোহিঙ্গা পরিবার। এ নিয়ে দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে গেল।

এ অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন, কূটনৈতিক প্রচেষ্টায় রোহিঙ্গাদের ফেরাতে সরকারের পদক্ষেপে কোন ঘাটতি ছিল না। তিনি মন্তব্য করেন, শক্তিশালী বন্ধু রাষ্ট্রের কারণে মিয়ানমার রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিক নয়।

তিনি আরো বলেন, কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরিবেশ বিপর্যয় ঠেকাতে রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানো জরুরি। এজন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

টেকনাফে রোহিঙ্গাদের হাতে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন সড়কমন্ত্রী। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

এই বিভাগের আরও খবর