মাদারীপুর প্রতিনিধি: মাদারিপুরে চারটি বাসসহ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে পদ্মার ডুবোচরে আটকা পড়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৬টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে আসার সময় চ্যানেল মুখের ডুবোচরে ফেরিটি আটকে যায়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটের চ্যানেলসহ বিভিন্ন স্থানে নাব্যতা সংকট থাকার কারণে ফেরিটি কাঁঠালবাড়ী আসার পথে লৌহজং টার্নিং পয়েন্ট এলাকার ডুবোচরে আটকে যায়। পরে ফেরিটিকে উদ্ধারের জন্য উদ্ধারকারী ‘জাহাজ আইটি ৯১’ সকাল থেকেই কাজ করে যাচ্ছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম ঘটনাার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৬টার দিকে ফেরিটি ডুবোচরে আটকা পড়েছে। ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে।