,

যাত্রীর আশায় গাবতলীর টিকিট কাউন্টার

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই ঈদুল ফিতর। এখনও তাই বাড়ি যাচ্ছে মানুষ। রাজধানীর অন্যতম ব্যস্ত গাবতলী টার্মিনাল থেকে গন্তব্যে ছাড়ছে যাত্রীবাহী বাস। তবে তেমন একটা ভিড় নেই কাউন্টারে।

ঈদের আগের দিনের সকালে গাবতলীর টিকিট কাউন্টারগুলোতে যাত্রী ডেকে ডেকে টিকিট বিক্রি চলছে। প্রায় প্রত্যেক কাউন্টারেরই চিত্র এমন। সংকট নেই গাড়ির, নেই যানজটও।

করোনা সংকটে সৃষ্ট পরিস্থিতিতে দুই বছর পর মঙ্গলবার বিধিমুক্তভাবে দেশে উদযাপিত হতে যাচ্ছে ঈদ উৎসব। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। কয়েক দিনের সরকারি ছুটি থাকায় গত বৃহস্পতিবার থেকে রাজধানী ছাড়ছেন মানুষ।

সোমবার সকালে সরেজমিনে গাবতলী টার্মিনালে দেখা যায়, সকাল থেকেই যাত্রীর চাপ কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী আরও কমতে থাকে। সকাল সাড়ে ৮টার দিকেও কাউন্টারের ভেতরে অলস সময় পার করছিলেন টিকিট বিক্রেতারা। কাউন্টারের বাইরে থাকা স্টাফ মাঝে মাঝে দু-একজন যাত্রীকে ডেকে এনে টিকিট বিক্রি করছিলেন।

গাবতলীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মো. জাকির বলেন, ‘সকাল থেকে যাত্রী একেবারেই কম। গত কয়েক দিন থেকেও আজকে সকালে যাত্রী কম। যাত্রীর থেকে বাস বেশি, এ রকম অবস্থা। গাড়িগুলো সুন্দরমতো টার্মিনাল ছেড়ে যাচ্ছে ও ঢুকছে। কোনো যানজট নাই।’

এসডি পরিবহনের টিকিট বিক্রেতা আব্দুল করিম টার্মিনালে বাসের পাশে দাঁড়িয়ে যাত্রী ডেকে ডেকে টিকিট বিক্রি করছেন। তিনি বলেন, ‘দেখেন না যাত্রী নাই। এই সময় যাত্রী ডেকে ডেকে টিকিট বিক্রি করা লাগতেছে, এটা কেউ কোনো দিন ভাবছে?

‘এবার ব্যবসা হয় নাই। বোনাস বেতনও পাই নাই এখনো। যাত্রীরা লোকাল বাসে ভেঙে ভেঙে বেশি যাচ্ছে। সাড়ে ৭টার গাড়ি সাড়ে ৮টায় ছাড়লাম যাত্রী নাই বলে।’

আশানুরূপ যাত্রী পাওয়া যাচ্ছে না বলে হতাশ গাড়ির স্টাফরা। গোল্ডেন লাইন পরিবহনের স্টাফ শাহীন ইসলাম বলেন, ‘যাত্রী ডেকে ডেকে তোলা লাগতেছে। সকালে দুইটা ট্রিপ ভালোমতো পাঠাইছি। যাত্রীর অভাবে ট্রিপ বাতিল করা লাগতেছে। গত কয়েক দিনের তুলনায় যাত্রী আজকে নাই বললেই চলে।’

গোল্ডেন লাইনে ফরিদপুর যাবেন আজগর আলী। তিনি বলেন, ‘ছুটি আগেই পাইছি। কিন্তু যানজটের কারণে আগে যাই নাই। রাস্তা ফাঁকা, তাই আজকে যাচ্ছি। যানজটের কারণে দেরি করে যাচ্ছি।’

মাগুরা যাবেন ইয়াসিন আরাফাত। তিনি বলেন, ‘প্রথমে অফিস ছুটি দেয় নাই। রোববার বিকেলে অফিস জানাইছে ঈদে ছুটি দেবে। তাই আজকে যাচ্ছি। ভাবছিলাম অনেক ভিড় হবে কিন্তু একদম ফাঁকা। সিটও পাইছি সামনে।’

গাবতলী টার্মিনালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে বলে জানান পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির মৃধা। টার্মিনালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা বলেন, ‘টিকিট কালোবাজারি বা বেশি দামের কোনো ঘটেনি। সকাল থেকেই যাত্রীর চাপ নাই। আমাদের টহল দল ঘুরে ঘুরে দেখছে। কোনো সমস্যা নাই।’

এই বিভাগের আরও খবর