,

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি: যশোরে মিনারুল ইসলাম (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সালতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারুল ওই গ্রামের সদর আলী গাজীর ছেলে।

নিহতের ভাই আক্তারুজ্জামান বলেন, বুধবার রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মিনারুলকে কুপিয়ে জখম করে।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর