,

মোস্তাফিজ জাদুতে জয় পেল রাজশাহী

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: আরও একবার বল হাতে জাদু দেখালেন মোস্তাফিজুর রহমান।  সুইং-কাটারে বিভ্রান্ত করলেন ফরহাদ রেজা-ইনফর্ম রাইলি রুশোকে।  শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের দরকার ছিল মাত্র ১০ রান।

সেখানে কাটার মাস্টারের ওভারে তারা নিতে পারলেন মাত্র ৪ রান। ফিজের অবিশ্বাস্য বোলিংয়ে ৫ রানে জিতল রাজশাহী কিংস। ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সূচনাটা ভালো হয়নি রংপুর রাইডার্সের।  সবাইকে অবাক করে দিয়ে ওপেনিংয়ে নামেন মাশরাফি। কিন্তু কিছুই করতে পারেননি তিনি।  রানের খাতা খোলার আগেই বিদায় নেন কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে। আসেন আর যান।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ক্রিস গেইল। কিন্তু সেই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি।  রাব্বির শিকার হয়ে সাজঘরে ফেরেন টি-টোয়েন্টি কিং।  ফেরার আগে ১৪ বলে ২টি করে চার-ছক্কায় ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

তৃতীয় উইকেটে রাইলি রুশো-মোহাম্মদ মিথুনের জুটিতে দুরন্ত গতিতে ছোটে রংপুর।  তবে ভালো খেলতে খেলতে তাৎক্ষণিক থেমে যান মিথুন।  মোহাম্মদ হাফিজের বলে লরি ইভানসের দুর্দান্ত ক্যাচ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ফেরার আগে খেলেন ৩১ বলে ২ ছক্কায় ৩০ রানের দায়িত্বশীল ইনিংস। তবে দায়িত্বের পরিচয় দিতে পারেননি রবি বোপারা।  দ্য প্রফেসর খ্যাত হাফিজের বলে পরিষ্কার বোল্ড হয়ে ফিনিশ হন তিনি।

পরক্ষণেই রানআউট হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন বেনি হাওয়েল।  পরক্ষণে ইসরু উদানার বলে আউট হন নাহিদুল ইসলাম।  এতে খেলা জমে ওঠে। ধারাবাহিক বিরতিতে ব্যাটসম্যানরা ফিরলেও থেকে যান রুশো। ছড়াতে থাকেন আতংক। নিজেদের সবশেষ ম্যাচে পরাজয় বরণ করে দুই দলই। ফলে জয়ের খোঁজে উভয়ই। সেই লক্ষ্যে টস ভাগ্যকে পাশে পান মাশরাফি বিন মুর্তজা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক। ফলে প্রথমে ব্যাট করতে নামে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। তবে শুরুটা শুভ হয়নি বরেন্দ্রভূমির দলটির। দুই অধিনায়কের লড়াইয়ে হার মানেন মিরাজ। সূচনালগ্নেই মাশরাফি শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ওয়ানডাউনে নামা সৌম্য সরকারকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন মুমিনুল হক।

তবে ধৈর্যের পরিচয় দিতে পারেননি তিনি। ক্রিজ ছেড়ে সোহাগ গাজীকে তেড়েফুঁড়ে মারতে এসে মোহাম্মদ মিথুনের স্ট্যাম্পিং হয়ে ফেরেন পয়েট অব ডায়নামো। মুমিনুল ফিরলে স্থায়ী হতে পারেননি সৌম্যও। তার ঘাড়েও চেপে বসে অশুভ ভূত। অযাচিতভাবে মাশরাফিকে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফরহাদ রেজাকে তিনি ক্যাচ দিয়ে এলে চাপে পড়ে রাজশাহী। পরে জাকির হাসানকে নিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করেন মোহাম্মদ হাফিজ। দারুণ খেলছিলেন তারা। দুজনের মধ্যে ভালো মেলবন্ধনও গড়ে উঠেছিল। ফলে চাপ কাটিয়ে উঠছিল উত্তরবঙ্গের দলটি। তবে হঠাই খেই হারান হাফিজ। ২৯ বলে ১ চারে ব্যক্তিগত ২৬ করে রানআউটে কাটা পড়েন তিনি।

এ পরিস্থিতিতে রেজার শিকারে পরিণত হন লরি ইভান্স। আর রায়ান টেন ডেসকাট রানআউট হলে ফের চাপে পড়ে রাজশাহী। এর মধ্যে রেজার বলির পাঁঠা হন ইসুরু উদানা। সেই জের না কাটতেই শফিউল ইসলামের বলে ক্লিন বোল্ড হন আরাফাত সানি। একে একে সবাই যাওয়া-আসার মধ্যে সবাই যোগ দিলেও একপ্রান্ত আগলে থেকে যান জাকির। তার ৩৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রানের লড়াকু ইনিংসে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৫ রান তুলতে সামর্থ্য হয় রাজশাহী। রংপুরের হয়ে মাশরাফি ও ফরহাদ নেন ২টি করে উইকেট।

এই বিভাগের আরও খবর