এম আরমান খান জয় : মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে প্রকাশিত হয়েছে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছেন গোপালগঞ্জের তাসফিয়া মাছুমা।
গত ১১ অক্টোবর সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি-বেসরকারি মেডিকেলে ১০ হাজার ৪০৪ আসনের বিপরীতে অংশ নেন ৬৯ হাজার ৪০৫ শিক্ষার্থী।
আর সেই ৬৯ হাজার ৪০৫ জনকে হারিয়ে প্রথম হয়েছেন রাগীব নূর, দ্বিতীয় হয়েছেন তৌফিকা রহমান নেহা , তৃতীয় স্থান অর্জন করেছেন সুইটি সাদেক,আর চতুর্থ স্থান অর্জন করেছেন গোপালগঞ্জের মেয়ে তাসফিয়া মাছুমা ।
জানা গেছে, তাসফিয়া মাছুমা গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (আয়ুব) এর ছোটো মেয়ে। তাসফিয়া ঢাকা রাজউক কলেজ থেকে এস এস সি ও ঢাকার হোলিক্রস কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসিতে উত্তির্ন হয়েছে।
তাসফিয়ার এমন কৃতিত্বের বিষয়ে তার চাচা মাহফুজুর রহমান (আওয়ামীলীগ নেতা) গণমাধ্যমকে বলেন, তাসফিয়া মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ হয়ে গোপালগঞ্জের গৌরব এনে দিয়েছে। যদিও এমন অর্জনে তারই কৃতিত্ব বেশি। কারণ সে খুব কম সময় গোপালগঞ্জে থেকেছে । তাসফিয়া খুবই মেধাবী শিক্ষার্থী । তাসফিয়ার এমন ফলে আনন্দের বন্যা বইছে তার পরিবারে।
জানা গেছে, শিক্ষানুরাগী পরিবারের মেয়ে তাসফিয়া। তার বড় বোন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। বাবা বিএসসি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (আয়ুব) বর্তমানে প্রবাসে আছেন ।তাসফিয়ার মায়ের নাম সেলি বেগম। তিনি একজন গূহিণী।
এমন ফলে কেমন লাগছে জানতে চাইলে তাসফিয়া বলেন, এর চেয়ে বড় খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ পাব এর চেয়ে খুশির সংবাদ আর হতেই পারে না। ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চান তাসফিয়া।