গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মৃত্যুর প্রায় তিন মাস পর স্কুলছাত্রী লামিয়া ইসলামের লাশের পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সেনাসদস্য নূর ইসলামের মেয়ে এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
বৃহস্পতিবার সকালে আদালতের নিদের্শে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার উপস্থিতিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক ফতেহ মো. ইফতেখারুল আলম উপস্থিত ছিলেন।
বিগত ৮ জুন মামা বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এর আগের দিন সে তার মায়ের সাথে গ্রামের বাড়ি ডুমদিয়া থেকে সদর উপজেলার তালা গ্রামে মামা বাড়িতে বেড়াতে যায়। সেখানে সে সময়ে লামিয়া আত্মহত্যা করেছে বলে থানায় জিডি করা হয়। পরে এ বিষয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের হয়। মামলাটি পরে তদন্তের ভার নেয় সিআইডি।