নিজস্ব প্রতিবেদক: ভারতে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেত্রী মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করেছেন- এমন অভিযোগে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে।
নামাজ শেষ হওয়ার পর পর মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে একজোট হয়ে মিছিল বের করে। এসব মিছিল থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া হয়।
প্রায় প্রতিটি মিছিলেই ব্যাপক লোকসমাগম দেখা গেছে।
বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন। সমাবেশ থেকে মহানবীকে নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। তা না হলে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন নেতারা।
মিছিলে ‘বিশ্বনবীর অপমান মানবে না মুসলমান’, ‘নূপুর শর্মার ফাঁসি চাই’ এমন স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সরকারের উদ্দেশে বলেন, ‘জাতীয় সংসদ চলমান। এ বিষয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনুন। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করুন।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ক্ষমতার নেশায় ভারতের বিরুদ্ধে নিন্দা করছে না সরকার। এ দেশের মুসলমানরা তাদের ক্ষমতায় রাখবে না।’
আগামী ১৬ জুন ভারতীয় দূতাবাসমুখী প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র নায়েবে আমির।