গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইরান শেখ (১৩) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার প্রসন্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ননীক্ষীর ইউনিয়নের বড়ভাটরা গ্রামের এনায়েত শেখের ডেকোরেটর এ বেতনে শ্রমিক হিসেবে কাজ করতো। রবিবার দুপুরে প্রসন্নপুর গ্রামে অনুষ্ঠান শেষ হবার পর গেটের অপসারণের কাজ করছিল, এ সময় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে পড়ে।
পরে লোকজন ইরানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইরান শেখ মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামের ছিরু শেখের ছেলে।