জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে শ্রাবনী আক্তার নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
শ্রাবনী মুকসুদপুর পৌরসভার হোগলাডাঙ্গা গ্রামের শাহাদত শেখের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার গোবিন্দপুর ইউনিয়নের টিটুল মুন্সীর ছেলে শাকিল মুন্সীর সাথে শ্রাবণীর বিবাহ হয়। স্বামীর বাড়িতে যাওয়ার পরে শ্রাবনী আজ সকালে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানায় শাকিল মুন্সীর পরিবার। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা স্বজনরা বলতে পারেননি।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর মিয়া জানান, এ ঘটনায় নিহতের স্বামী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। লাশ ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।