,

মুকসুদপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে রঞ্জন বালা (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে জালিরপাড় ইউনিয়নের উল্লাবাড়ি উত্তরপাড়া গ্রামের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রণজিৎ বালার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে ফাঁকা জমির মধ্যে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের কোথাও আঘাতের চিহৃ নেই। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মির্জা এ কে আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা জানা যাচ্ছে না।

এই বিভাগের আরও খবর