এ সময় উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোসের পদত্যাগ দাবি করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সুজলা মজুমদার , ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, তিননাত মন্ডল, বাসুদেবপুর গ্রামের হাফেজ মাওলানা নওশের লস্কার ও রইজ সরদার, মহাটালি গ্রামের গন মন্ডল ও ডিগ্রিকান্দি গ্রামের লাবলু মোল্যাসহ আরো অনেকে।
এ সময় বক্তারা নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোসের দ্রুত অপসারণ দাবি করেন।
উজানী ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সরকার পতনের পরে মাসুম চেয়ারম্যান আর পরিষদে আসেনি। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম দুর্নীতি এবং স্বজন প্রীতির অভিযোগ গত জুলাই মাসে ইউনিয়ন পরিষদের ৯জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দ্বায়ের পর অভিযোগ প্রমাণিত হয়েছে। বর্তমানে পরিষদ তালাবদ্ধ রয়েছে। এতে করে সেবা প্রার্থীরা বিপাকে পড়েছেন।