,

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

 

মিরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইসমাইল কার্পেট মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আলাউদ্দিন (২২)। সে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মধ্যম আমবাড়ীয়া গ্রামের শরীয়ত উল্ল্যাহর ছেলে।

নিহতের চাচা আলতাফ হোসেন বলেন, বাইসাইকেলযোগে মহাসড়ক দিয়ে আলাউদ্দিন ও তার তিন বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে যাচ্ছিল। পথে ইসমাইল কার্পেট এলাকায় পৌঁছালে একটি ট্রাক আলাউদ্দিনকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার বলেন, তিনি এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তিনি জানার চেষ্টা করছেন

এই বিভাগের আরও খবর