বিডিনিউজ ১০ ডটকম: মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ চার দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণলয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে আব্দুল্লাহ শহীদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া এ সময় দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মাঝে একটি সমঝোতা স্মারক সই হওয়া কথা রয়েছে।
গত কয়েক বছর ধরে মালদ্বীপে ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে।